বিষধর সাপের কবলে ম্যাচ, ৪০ মিনিট খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারী ২০২৪, ১৬:০০
শেয়ার :
বিষধর সাপের কবলে ম্যাচ, ৪০ মিনিট খেলা বন্ধ

ব্রিসবেন ওপেন টেনিস শুরুতেই বিতর্কের মুখে পড়ল। যেখানে ডোমিনিক থিয়েম বনাম জেমস ম্যাকাবের খেলা চলাকালীন কোর্টের মধ্যে ঢুকে পড়ল বিরাট এক বিষধর সাপ। তাতে প্রায় ৪০ মিনিট বন্ধ রাখতে হল খেলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সাপটি কোর্টের পাশে থাকা তারের জটলার মধ্যে লুকিয়ে ছিল। তবে খেলা চলাকালীন আচমকাই বেরিয়ে আসে। উপস্থিত দর্শকেরাও দেখতে পেয়েছিলেন। সেই সময় থিয়েমের বিরুদ্ধে ম্যাকাবে প্রথম সেটে ৬-২ জিতে এগিয়েছিলেন।

কোর্টে থাকা কর্মকর্তারা সাপটিকে দেখতে পেয়েই ম্যাচটি সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেন। এরপর সাপ ধরার বিশেষজ্ঞকে ডাকা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সাপটি ২০ ইঞ্চি লম্বা। ফলে মোটেই ছোট নয়। তারা এও দাবি করেন, ওই সাপটি ‘ইস্টার্ন ব্রাউন’ প্রজাতির, যা সাধারণত বিষধর গোত্রের বলেই পরিচিত। খেলা আবার শুরু হতে হতে প্রায় ৪০ মিনিট কেটে যায়।