কোচ হলেন ৩৪ বছর বয়সী সাবেক পেসার জুনাইদ
বয়স মাত্র ৩৪। সবকিছু ঠিকঠাক থাকলে বেশিরভাগ ক্রিকেটারই এই বয়সে জাতীয় দলের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করেন। তবে এই বয়সেই কোচিংয়ের দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক পেস বোলার জুনাইদ খান।
২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। তবে পারিবারিক কারণে হঠাৎই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন রেহান রিয়াজ। তারই স্থলাভিষিক্ত হলেন জুনাইদ।
বয়স কম হলেও কোচিংয়ে একেবারে নতুন নন জুনাইদ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ইসলামাবাদ অঞ্চলের হেড কোচের দায়িত্ব পালন করেন সাবেক এই পেসার। তার কোচিংয়েই ইসলামাবাদ ২০২৩-২৪ মৌসুমে হানিফ মোহাম্মদ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়।
পাকিস্তানের হয়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন জুনাইদ। শিকার করেন ১৮৯ উইকেট। এর মধ্যে জুনাইদ সবচেয়ে বেশি সফল ওয়ানডেতে। এই সংস্করণে ৭৬ ম্যাচ খেলে ১১০ উইকেট শিকার করেন তিনি। গড়ও ত্রিশের নিচে।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি কোচিং প্যানেলেও ব্যাপক পরিবর্তন আসে। এর আগে সর্বশেষ হাই-পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইয়াসির আরাফাত।
বিশ্বকাপের পরপরই টিম ডিরেক্টর মিকি আর্থার ও প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পাকিস্তান। দুইটি দায়িত্বই পরে দেওয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। তারা এখনো চুক্তিবদ্ধ থাকলেও কোনো দায়িত্বে নেই।
এছাড়া মরনে মরকেল ছেড়ে দেওয়ার পর পেস বোলিং কোচ করা হয় উমর গুলকে। এছাড়া স্পিন বোলিং কোচ বানানো হয় সাঈদ আজমলকে আর ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যাডাম হলিওককে।