১ বছর পর ফিরে হার দেখলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:২০
শেয়ার :
১ বছর পর ফিরে হার দেখলেন নাদাল

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে নিতম্বে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এর পর থেকেই মাঠের বাইরে এই তারকা। প্রায় এক বছর পর ফিরেছিলেন কোর্টে। তবে সেখানে সুবিধা করতে পারলেন না। ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতে হেরে গেছেন নাদাল। 

আবারও অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্রান্ড স্ল্যামে ফিরবেন নাদাল। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সেটির প্রস্তুতি হিসেবেই ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতে খেলতে নেমেছিলেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। 

আজ রোববারের সেই ম্যাচে নাদাল জুটি বেঁধেছিলেন মার্ক লোপেসের সঙ্গে। এই খেলোয়াড়কে নিয়েই ২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণ জয় করেছিলেন নাদাল। এদিন অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসন জুটির কাছে হেরে যান তারা। 

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ গেলেও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৩৭ বছর বয়সী নাদাল। এবার সেই শিরোপা ওঠে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের হাতে। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন তাই নাদালের কাছে শিরোপা পুনরূদ্ধারের মঞ্চ। যদিও এই কোর্টে নাদালের রেকর্ড খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে সর্বশেষ ২০০৯ সালে উঁচিয়ে ধরেছিলেন শিরোপা।