লন্ডনে কী চাকরি পেলেন গাঙ্গুলীর মেয়ে
সৌরভ গাঙ্গুলীর পরিবার নতুন বছরের আগেই খুশির খবর পেল। ভারতের সাবেক অধিনায়কের মেয়ে লন্ডনে চাকরি পেয়েছেন। সৌরভ নিজেই মেয়ের চাকরির কথা জানিয়েছেন। লন্ডনে এতদিন ইন্টার্ন হিসাবে কাজ করতেন সানা। এবার তিনি স্থায়ী চাকরি পেয়েছেন।
ইংল্যান্ডেই পড়াশোনা শেষ করেছেন সানা। সেখানে ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক করেছেন তিনি। সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ ও ডোনা। সেখান থেকে ফিরে মেয়ের চাকরির খবর দিয়েছেন সৌরভ। স্বভাবতই মেয়ের এই সাফল্যে গর্বিত সৌরভ। সেই সঙ্গে খানিকটা আবেগঘন হয়ে পড়ছেন তিনি। তার ছোট্ট মেয়ে বড় হয়ে এবার চাকরি করবে, সেটা বিশ্বাসই করতে পারছেন না ‘দাদা’।
এর আগে লন্ডনে পড়াশোনার পাশাপাশি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্ন হিসাবে কাজ করতেন সানা। এবার সেখানকারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভি’তে চাকরি পেয়েছেন সানা।
এ নিয়ে সৌরভ-কন্যা জানিয়েছেন, ইন্টার্ন হিসাবে কাজ করার সময়ই ‘ইনোভারভি’-র কর্তাদের সঙ্গে তার আলাপ হয়েছিল। এই রকম একটি বড় সংস্থায় চাকরি করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।
এদিকে সানাকে পেয়ে খুশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভি’ও। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সানার মতো প্রতিভাবান যে কেরিয়ারের শুরুতেই তাদের সংস্থা বেছে নিয়েছে তাতে তারা খুশি।