ক্রিকেট, বাবাকে ‘অদ্ভুত’ উপহার: যেভাবে বড়দিন কাটল বেলিংহ্যামের

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬
শেয়ার :
ক্রিকেট, বাবাকে ‘অদ্ভুত’ উপহার: যেভাবে বড়দিন কাটল বেলিংহ্যামের

চলতি মৌসুমেই জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুডে বেলিংহ্যাম। রিয়ালে প্রথম মৌসুমটা স্বপ্নের মতো কাটাচ্ছেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার। ফর্মের তুঙ্গে থেকেই বড়দিনের ছুটিতে গেছেন বেলিংহ্যাম। 

বড়দিন যে চুটিয়ে উপভোগ করেছেন, সেটি বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেলিংহ্যামের দেওয়া পোস্ট থেকেই। বড়দিনের ছুটি উপভোগের জন্য পরিবারের কাছে ছুটে গেছেন তিনি। 

ইনস্টাগ্রামে বেলিংহ্যাম জানিয়েছেন, ছোট ভাই জোবে বেলিংহ্যামের খেলা দেখে সময় কেটেছে তার। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব সান্ডারল্যান্ডে খেলেন জোবে। এছাড়া ক্রিকেট খেলার একটি ভিডিও শেয়ার করেছেন বেলিংহ্যাম। 

এই তারকা আরও জানিয়েছেন, বাবা মার্ককে একটি বালিশ উপহার দিয়েছেন। যেখানে বাবার সঙ্গে ছোটবেলার জুডে বেলিংহ্যামের একটি ছবি প্রিন্ট করা ছিল। আর পুরো ইনস্টাগ্রামের পোস্টের ক্যাপশন ছিল, ‘বড়দিনের ছুটি ভালোভাবে কাটানো হয়েছে।’

গ্রীষ্মের দলবদলে বেলিংহ্যাম রিয়ালে আসার পরেই আগুনে ফর্মে আছেন। ছোট ভাই জোবেও বার্মিংহাম সিটি ছেড়ে সান্ডারল্যান্ডে যোগ দেওয়ার পর মুগ্ধতা ছড়াচ্ছেন। তাই দুই ছেলেকেই দুই দেশে সময় দিতে হচ্ছে বাবা-মাকে। এবার বেলিংহ্যামই পরিবারকে সময় দিতে গেছেন। তবে দ্রুতই স্পেনে ফিরে যেতে হবে তাকে। আগামী ৩ জানুয়ারি মায়োর্কার বিরুদ্ধে লড়বে রিয়াল। তার আগেই দলে যোগ দিতে হবে তাকে।