গ্রিলিশের বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে গেল চোর

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯
শেয়ার :
গ্রিলিশের বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে গেল চোর

ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশের চেশায়ারের ৫৬ লক্ষ পাউন্ড মূল্যমানের বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। চোর এসে গ্রিলিশের বাসা থেকে প্রায় ১ মিলিয়ন পাউন্ডের স্বর্ণ-গহনা চুরি করে নিয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম দ্য সান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। 

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার এভারটনের বিপক্ষে গ্রিলিশের দল ম্যানচেস্টার সিটির খেলা দেখছিলেন তার পরিবারের ১০ জন সদস্য। এর মাধ্যে তার বাগগত্তা সাশা আটউড, বাবা-মা, দাদি, দুই বোন ও ভাইও ছিলেন। এ সময় তারা নিচে শব্দ পান ও শুনতে পান কুকুর নিচে ঘেউঘেউ করছে। ভয় পেয়ে তারা ‘প্যানিক বাটনে’ ক্লিক করে এবং আত্মরক্ষার জন্য ঘরের মধ্যেই লুকিয়ে পড়েন। 

এর পরই ঘটনাস্থলে তড়িঘড়ি করে পৌঁছে যায় পুলিশ এবং একটি হেলিকপ্টার দিয়ে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। তবে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

জানা গেছে, ঘটনার পরপরই ২৮ বছর বয়সী গ্রিলিশ ভয় পেয়ে যাওয়া পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় ছুটে যান। তল্লাশি চলার সময় পুলিশ তাদের প্রতিবেশীদের ঘর বন্ধ করে ভেতরেই থাকার অনুরোধ করেন। প্রিমিয়ার লিগের কোনো তারকার বাড়িতে এটি চুরির সর্বশেষ ঘটনা। বড়দিনের আগে ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার কার্ট জুমার বাড়িতে একটি সশস্ত্র দল অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ পাউন্ড হাতিয়ে নেয়। 

গ্রিলিশের বাড়িতে চুরির বিষয়ে তদন্ত চালিয়ে যাবে চেশায়ার পুলিশ। তাদের মুখপাত্র দ্য সানকে বলেন, ‘বুধবার ৯টা ৫০-এর দিকে ডাকাতির কথা জানিয়ে কল করা হয় পুলিশকে। কল করে জানানো হয় বাড়ির বেশ কিছু জিনিস চুরি হয়েছে। পরে ডগ স্কোয়াড ও ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিস ওই এলাকায় মোতায়েন করা হয় এবং তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহভাজনদের কোনো হদিস পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে। ঘটনার সাথে সম্পর্কিত যে কারো কাছে কোনো তথ্য থাকলে সেটি চেশায়ার পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।