১৪৬ বছরের ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড শুধুই কোহলির
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বড় হারের লজ্জায় ডুবেছে ভারত। ইনিংস ও ৩২ রানে হেরেছে রোহিত শর্মার দল। এমন লজ্জার দিনেই দারুণ একটি রেকর্ড গড়ে ফেললেন দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ভারতের অন্যান্য ব্যাটাররা যাওয়া-আসার তালে থাকলেও ব্যতিক্রম ছিলেন কোহলি। খেলেছেন ৮২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। এই ইনিংসের মাধ্যমেই ২০২৩ সালে কোহলি ব্যক্তিগত রান নিয়ে গেলেন ২ হাজারের ওপরে। এ বছরে সব সংস্করণ মিলিয়ে কোহলির রান এখন ২০০৬।
শুধু এবারই না, আন্তর্জাতিক ক্রিকেটে আরও ৬ বার দুই হাজার বা তার বেশি রানের রেকর্ড গড়েছেন কোহলি। আনুষ্ঠানিকভাবে ১৮৭৭ সালে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল। সেই থেকে ২০২৩; অর্থাৎ ১৪৬ বছরের ইতিহাসে আর কোনো ব্যাটার ৭ ক্যালেন্ডার বছরে দুই হাজারের ওপরে রান করতে পারেননি।
যে ৭ বছর ২ হাজারের বেশি রান করেছেন কোহলি (সাল-রান):
২০১২---২১৮৬
২০১৪---২২৮৬
২০১৬---২৫৯৫
২০১৭---২৮১৮
২০১৮---২৭৩৫
২০১৯---২৪৫৫
২০২৩---২০০৬