দক্ষিণ আফ্রিকায় গিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল ভারত
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ড্র দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও ওয়ানডেতে জেতে ২-১ ব্যবধানে। তবে দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্টে এসে প্রথম ম্যাচে ডুবল লজ্জায়। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতকে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
নিজেদের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের শতকের পরও ২৪৫ রানে অলআউট হয় ভারত। জবাবে এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ডিন এলগারের ১৮৫ রানের ম্যারাথন ইনিংসে ৪০৮ রান করে থামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে লিড পায় ১৬৩ রানের। যা অতিক্রম করা তো দূরের ব্যাপার, প্রোটিয়া পেসারদের সামনে টিকতে না পেরে ১৩১ রানেই অলআউট হয়ে গেল রোহিত শর্মার দল। ম্যাচসেরা হয়েছেন এলগার।
১৬৩ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শুরুতেই বিপর্যয়ে পড়ে। কোনো রান না করেই ফেরেন প্রথম ইনিংসেও ব্যর্থ হওয়া অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৫ রানের মাথায় রোহিতের বিদায়ের পর ১৩ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর দারুণ জুটিতে ভারতকে আশা দেখাচ্ছিলেন শুভমান গিল ও বিরাট কোহলি। ৫২ রানের মাথায় শুভমান (২৬) ফিরলে নড়বড়ে হয়ে যায় ভারতের ইনিংস হার এড়ানোর আশা। দলের হতাশা বাড়িয়ে ৭২ রানে ফেরেন শ্রেয়াস আইয়ার।
তবে একপাশে একের পর এক উইকেটের পতন দেখলেও অবিচল ছিলেন কোহলি। দলীয় ৯৬ রান থেকে তো মড়ক শুরু হয় ভারতীয় ইনিংসে। এই রানে রাহুলের বিদায়ের পর একই রানে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর একে একে ফিরে যান শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। আর শেষ ব্যাটার হিসেবে ফেরেন কোহলি। একপাশে বুক চিতিয়ে লড়াই করে ব্যক্তিগত রান ৭৬ পর্যন্ত নিয়ে যান তিনি। এদিন কোহলি ছাড়া শুধু শুভমানই দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে আগুন ঝড়িয়েছেন নান্দে বার্গার ও মার্কো জেনসেন। এই দুজন মিলে তুলে নিয়েছেন ভারতের ৭ উইকেট। ২ উইকেট নেন আগের ইনিংসে বল হাতে আগুনের ফুলকি ফুটিয়ে ৫ উইকেট শিকার করা কাগিসো রাবাদা।