কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর শুরু হওয়া এই অস্ত্রোপচার দীর্ঘ ৬ ঘণ্টার বেশি সময় পর ৪টার দিকে শেষ হয়।
কোনো ধরনের জটিলতা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই ওপেনহার্ট সার্জারি (বাইপাস) সম্পন্ন হয়েছে। অপরাশেন থিয়েটার থেকে বর্তমানে আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে সালাউদ্দিনকে। তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী বাফুফে ও তার পরিবার।
এর আগে একই হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ আনা হয় সালাউদ্দিনের। পরে সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
এদিকে বিদেশে নিয়ে কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকাতেই অপারেশনে সম্মতি দেয় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা।