ক্যাচ ছাড়াই কাল হলো, সমালোচনায় বিদ্ধ শফিক

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩
শেয়ার :
ক্যাচ ছাড়াই কাল হলো, সমালোচনায় বিদ্ধ শফিক

অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে অস্ট্রেলিয়া। উইকেটে স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ। এই সময়ে অজিদের ওপর আরও চাপ বাড়ানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। প্রথম স্লিপে ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন মার্শ। তবে তালুবন্দী করতে পারেননি পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। 

ক্রিকেটে একটি কথা খুবই প্রচলিত, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস।’ মার্শ যেন পাকিস্তানকে সেটিই ব্যাট হাতে নতুন করে শেখালেন। ম্যাচের ফলাফল এখনো না আসলেও বেশ সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ৪৬ রান থেকে এই জুটি দলের রান নিয়ে যান ১৬৯ পর্যন্ত। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন মার্শ। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে লিড বানিয়েছে ২৪১ রানের। এর আগে প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল। জবাব দিতে নেমে ২৬৪ রানে অলআউট হয় শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। 

এদিকে, অস্ট্রেলিয়াকে চেপে ধরার সুযোগ পেয়েও ফসকানোয় শফিকের কঠোর সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেট তারকারা। ধারাভাষ্যে থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ মনে করেন ‘পুরো সিরিজে তাকে (শফিক) একটি ক্যাচ ধরার মতো অবস্থায়ও দেখা যায়নি’। তাছাড়া স্লিপে তার দাঁড়ানো দেখে ওয়াহ বলেছেন, ‘মনে হয় যেন কুমিরের চোয়াল দিয়ে বল ধরার চেষ্টা করছে।’ 

ওয়াহর মতো একই সুরে কথা বলেছেন আরেক ধারভাষ্যকার কেরি ওকিফি। তার মতে, ‘ওই ক্যাচের ওপরই টেস্ট ম্যাচটি নির্ভর করছিল, আপনার এগুলো ধরতে হবে।’