মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা হল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪০
শেয়ার :
মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা হল্যান্ড

সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতা—গত বছর ফুটবলের ইতিহাস ও রেকর্ড ধারণ করে রাখার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। তবে এবার মেসি জিততে পারলেন না একটিও। 

২০২৩ সালের আইএফএফএইচএস-এর বর্ষসেরা পুরস্কারটা জিতেছেন ম্যানচেস্টার সিটিকে গত মৌসুমে ট্রেবল জেতানো স্ট্রাইকার আর্লিং হলান্ড। মেসি ছাড়াও তিনি পেছনে ফেলেছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। 

ভোটাভুটির মাধ্যমে আইএফএফএইচএস সেরা ফুটবলার নির্বাচিত করেছে। তাদের ফলাফল অনুযায়ী এমবাপ্পে হয়েছেন দ্বিতীয়। হল্যান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। আর এমবাপ্পের ঝুলিতে পড়েছে ১০৫ পয়েন্ট। আর তৃতীয় হওয়া মেসির ভাগে গেছে ৮৫ পয়েন্ট।

১৯৮৮ সাল থেকেই আইএফএফএইচএস পুরস্কার দিয়ে আসছে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হল্যান্ড। 

এদিকে, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির আরেক খেলোয়াড় এদেরসন। ব্রাজিলিয়ান এই তারকা পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও রিয়াল মাদ্রিদে খেলা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়াকে। আর আইএফএফএইচএস-এর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি।