আলতাফ হাফিজসহ ১৯ জনের রায় আজ

নাশকতার মামলা # ৯ জনের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
আলতাফ হাফিজসহ ১৯ জনের রায় আজ

রাজধানীর গুলশান থানার ২০১১ সালের একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী এবং দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) মো. হাফিজ উদ্দিন আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আদালত। গত ২৪ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলার আসামি হিসেবে আলতাফ হোসেন ৪ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, আলতাফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি খালাস পাবেন। অপর আসামিরা হলেন মেজর (অব) মো. হানিফ, এমএ আউয়াল খান, এম এ কাউয়ুম, মো. দুলাল, মো. রাসেল, মঈনুল ইসলাম, তোফায়েল আহম্মেদ লিটন, মো. বাবুল হোসেন বাবু, মো. আলমগীর হোসেন রাজু, মো. জাহাঙ্গীর শিকদার বাবু, আরিফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. সামসুল হক মিয়াজী, মো. বিপ্লব, মো. খুরশিদ আলম মমতাজ ও মো. মোশারফ হোসেন ও মো. মাহাবুব।

এদিকে রাজধানীর খিলক্ষেত ও কোতোয়ালি থানার নাশকতার ২ মামলায় বিএনপির ৯ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে গতকাল কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মধ্যে ২০১৮ সালের খিলক্ষেত থানার নাশকতার একটি মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীর ২ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- খিলক্ষেত থানা যুবদলের সভাপতি মো. মোবারক হোসেন দেওয়ান, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন, মো. নূরে আলম তুহিন, মো. জাকির হোসেন লিটন ও মো. ফরিদ দেওয়ান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

অন্যদিকে একই আদালত ২০১৫ সালের কোতোয়ালি থানার একটি মামলায় ৩ আসামির ৩ বছর করে করাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহাদাত হোসেন খান ওরফে আমিন, মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ ও মো. জুয়েল মৃধা।