২০২৩ সালের ‘সেরা একাদশে’ ৮ জনই ভারতীয়, খেপলেন শাস্ত্রী
আর মাত্র কয়েকটা দিন বাকি, শেষ হয়ে আসছে ইংরেজি ২০২৩ সাল। বছরজুড়ে ক্রিকেটে ঘটেছে নানা ঘটনা, তৈরি হয়েছে নতুন ইতিহাস। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলা যায়, ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়কেই। যদিও খেলা সম্প্রচারকারী চ্যানল স্টার স্পোর্টসের বছরসেরা ওয়ানডে একাদশে এই দলের মাত্র ১ জন। এরমধ্যে ভারতেরই ৮ জন।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট চলাকালেই ওয়ানডের সেরা এই একাদশ প্রকাশ করে স্টার স্পোর্টস। একাদশে থাকা ৮ ভারতীয় খেলোয়াড় হচ্ছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। বাকি ৩ খেলোয়াড় হচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, নিউজিল্যান্ডের ড্যারিয়েল মিচেল ও দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।
দর্শকদের ভোটে প্রকাশ করা হয়েছে এই একাদশ। তবে এটি একদমই পছন্দ হয়নি ভারত ক্রিকেট দলের সাবেক কোচ রবী শাস্ত্রীর।
শাস্ত্রী বলেন, ‘এটা হাস্যকর। রশিদ খান... সে কি খেলে? আমার মনে হয়, শুধু ভারতীয়রাই এখানে ভোট দিয়েছে। আর কেউই না। মিচেল মার্শ, রশিদ খান, কুইন্টন ডি কক। বিশ্বকাপজয়ী দলের একজন, সে জাম্পা? কী এক ‘‘নাম্বার সেভেন।’’ রশিদ বিশ্বের অন্যতম সেরা (জাম্পার পরিবর্তে)। তার এখানে জায়গা না পাওয়া অবিশ্বাস্য। সবচেয়ে সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সে এবং রশিদ বিশ্বের যেকোনো মাঠে আদর্শ জুটি।’
স্টার স্পোর্টস প্রকাশিত এই একাদশে গ্লেন ম্যাক্সওয়েলেরও জায়গা হয়নি। বিষয়টি নিয়ে যারপরনাই বিস্মিত দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার।
তিনি বলেন, ‘আমি কুইন্টন ডি কক হলে খুবই হতাশ হতাম এখানে না দেখে। বিরাট (কোহলি) ভারসাম্য আনে। কিন্তু আমার কাছে, সেই জায়গায় এইডেন মার্করাম। আরেকটি নাম হচ্ছে ডেভিড মিলার। গ্লেন ম্যাক্সওয়েল, আপনি কিভাবে তাকে বাইরে রাখেন? অস্ট্রেলিয়াকে মৃত্যু থেকে বাঁচিয়েছে সে।’