হাফিজের কঠোর নিয়মে বিরক্ত পাকিস্তানের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৫০
শেয়ার :
হাফিজের কঠোর নিয়মে বিরক্ত পাকিস্তানের খেলোয়াড়রা

একইসঙ্গে পাকিস্তান দলের কোচ ও পরিচালক করে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয়েছে দলটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এই সফরে দলের খেলোয়াড়দের ওপর কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন হাফিজ। চালু করেছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)। বিষয়টি নিয়ে পাকিস্তানের খেলোয়াড়রা বিরক্ত বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকেট পাকিস্তান। 

আরেকটি গণমাধ্যমের বরাতে ক্রিকেট পাকিস্তান লিখেছে, খেলোয়াড়দের আলসেমির প্রতি অত্যন্ত কঠোর হয়েছেন হাফিজ, গ্রহণ করেছেন জিরো টলারেন্স নীতি। খেলোয়াড়রা যদি মাঠে ঘুমিয়ে থাকে কিংবা অনুশীলনে অনাগ্রহ দেখায় তাহলে গুণতে হবে ৫০০ ডলার জরিমানা। 

যদিও এই নিয়মগুলো প্রণয়নের কারণ, দলের খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব এবং একাগ্রতার বোধ গড়ে তোলা। তবে বেশ কিছু খেলোয়াড় এতে হতাশা প্রকাশ করেছেন। এই নিয়মকে তুলনা করেছেন অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের নিয়মনীতির সঙ্গে। 

প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের মধ্যে অনানুষ্ঠানিক কথোপকথনে অসন্তোষের মাত্রা বোঝা গেছে। তারা একে আস্থাহীনতা ও ব্যক্তিগত বিষয়ে নাক গলানো হিসেবেই মনে করছেন। নতুন আরোপিত এই বিধিনিষেধের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন খেলোয়াড়রা। 

চলমান অস্ট্রেলিয়া সফরে নিয়মনীতি কঠোরভাবে বজায় রাখার ব্যাপারে আগেই জোর দিয়েছিলেন হাফিজ। তিনি খেলোয়াড়দের অনুরোধ করেছিলেন, তারা যেন অলসতা কিংবা বিচ্ছিন্নতা না দেখায়, বিশেষ করে জনসম্মূখে।