র্যাংকিং টিটি
আন্তর্জাতিক অঙ্গনে খেলতে গেলে টেবিল টেনিস খেলোয়াড়দের র্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। র্যাংকিংয়ে যারা এগিয়ে থাকেন, তারাই বিদেশে খেলতে যেতে পারেন। তাই খেলোয়াড়দের র্যাংকিং পুনর্গঠনের জন্য নতুন বছরে র্যাংকিং টিটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ১৬-২৯ জানুয়ারি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এবারের আসরে এক লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। টুর্নামেন্টে অংশ নিতে সিনিয়র একক ইভেন্টে পাঁচশ এবং জুিনয়র একক ইভেন্টে তিনশ টাকা দিয়ে আগ্রহীদের ১৪-২০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা একক এবং বালক ও বালিকা অনূর্ধ্ব-১৯ একক এই চারটি ইভেন্টে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র