ফিলিস্তিন ইস্যুতে খাজার ‘পাশে’ অস্ট্রেলিয়া দল
গাজা ইস্যুতে অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার অবস্থান ও সেটি নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বাধা দেওয়া নিয়ে ক্রিকেটমহলে আলোচনা চলছে বেশ কিছু দিন ধরেই। তবে খাজা যা করেছেন বা করছেন তার প্রতি পূর্ণ সমর্থন আছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। গাজা প্রসঙ্গে খাজার অবস্থান ‘আক্রমণাত্মক’ নয় বলেও জানান তিনি।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বার্তাসহ একটি জুতা পরতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। তবে নিয়মের বেড়াজাল দেখিয়ে সেটি করতে দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যদিও ওই টেস্টে ঠিকই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন খাজা।
তবে আর্মব্যান্ড পরার জন্য আগে অনুমতি না নেওয়ায় খাজাকে ভর্ৎসনা করে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার পরে খেলতে চেয়েছিলেন খাজা। তবে আইসিসির থেকে সেটিরও অনুমতি মেলেনি।
কামিন্স আজ সোমবার বলেন, ‘আমরা আসলেই উজ্জি (উসমান খাজা) সমর্থন করি। সে যা বিশ্বাস করে তার পক্ষেই দাঁড়িয়েছে এবং সে আসলেই খুব সম্মানের সহিত এটা করেছে। গত সপ্তাহে আমি যেটা বলেছিলাম ‘‘সকল জীবনের মূল্যই সমান’’, আমি মনে করি না এটি খুব আক্রমণাত্মক এবং (এবারের) পায়রা নিয়েও আমার একই মত।’
খাজাকে নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক আরও বলেন, ‘এটাই উজ্জি। আমার মনে হয়, সে যেভাবে বিষয়টি নিয়ে এগিয়েছে সে আসলেই তার মাথা উঁচু রাখতে পারে। তবে এখানে নিয়ম আছে এবং আইসিসি এটি অনুমোদন করতে চাচ্ছে না। তারা নিয়ম তৈরি করে এবং ফলে আপনাকে মেনে নিতে হবে।’