‘সমকামী, বর্ণবাদ বিরোধীদের সমর্থন দিতে পারলে খাজাকে কেন নয়?’

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৮
শেয়ার :
‘সমকামী, বর্ণবাদ বিরোধীদের সমর্থন দিতে পারলে খাজাকে কেন নয়?’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বার্তাসহ একটি জুতা পরতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। তবে নিয়মের বেড়াজাল দেখিয়ে সেটি করতে দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যদিও ওই টেস্টে ঠিকই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন খাজা। 

তবে আর্মব্যান্ড পরার জন্য আগে অনুমতি না নেওয়ায় খাজাকে ভর্ৎসনা করে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার পরে খেলতে চেয়েছিলেন খাজা। তবে আইসিসির থেকে সেটিরও অনুমতি মেলেনি। 

আইসিসির এমন কর্মকাণ্ডে খেপেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। খাজা ইস্যুতে আইসিসি ভণ্ডামি করছে এবং তাদের নৈতিক অবস্থান নেই বলে মনে করেন হোল্ডিং। 

হোল্ডিংয়ের ভাষ্য, ‘খাজার ব্যাপারটি আমি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি এবং আমি বলছি না যে আইসিসির অবস্থানে আমি অবাক হয়েছি। এইটা যদি অন্য কোনো সংস্থা করতো তাহলে আমি বলতে পারতাম যে আমি অবাক হয়েছি, কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে না। আরও একবার তারা তাদের ভণ্ডামি দেখিয়েছে এবং তাদের যে সংগঠন হিসেবে নৈতিক অবস্থান নেই সেটি প্রমাণ করেছে।’

কথা বলার সময় ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন ও সমকামীদের অধিকার নিয়ে কাজ করা ‘এলজিবিটিকিউ’ আন্দোলনের প্রসঙ্গও তুলে আনেন। এইসব আন্দোলনকে সমর্থন জানিয়েছিল আইসিসি। 

ক্ষোভের সঙ্গে হোল্ডিং বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী, ‘‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত কার্যকলাপ সম্পর্কিত কোনো বার্তা থাকে এমন কোনো কিছু অনুমোদন দেওয়া হবে না।’’ তাহলে কেন ‘‘ব্লাক লাইভস ম্যাটার’’ আন্দোলনের জন্য হাঁটু গেড়ে বসতে অনুমতি দেওয়া হয়েছিল এবং ‘‘এলজিবিটিকিউ’’-য়ের রঙে (রংধনু) কেন স্টাম্প সাজানো হয়েছিল?’