প্রতিপক্ষ পাকিস্তানের পেসারদের গতি দেখে বিস্মিত স্টার্কও
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। পার্থে প্রথম টেস্টে দেখেছে ৩৬০ রানের বিশাল হার। এই ম্যাচে নখদন্তহীন ছিলেন পাকিস্তানের পেসাররা। একসময় দেশটির পেসারদের দাপটে কাঁপত প্রতিপক্ষ, অথচ বর্তমানে এমন হাল! বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কও।
মেলবোর্নে দ্বিতীয় টেস্টের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্টার্ক জানান, পাকিস্তানের বোলারদের এমন কম গতি ছিল অপ্রত্যাশিত। গতিই একমাত্র সমস্যা না হলেও এটি ম্যাচে প্রভাব ফেলে বলেও জানান তিনি।
স্টার্কের ভাষ্যমতে, ‘আমার মনে হয় পাকিস্তানের বোলারদের এত কম গতি দেখে সবাই-ই কমবেশি বিস্মিত হয়েছে, যেখানে প্রতি ঘণ্টায় তাদের ১৫০ কিলোমিটার গতি দেখতে আপনি অভ্যস্ত। আমি এটা মনে করি না যে গতিই একমাত্র বিষয় কিন্তু এটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও সাহায্য করতে পারে।’
অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, বিশ্বমানের সব এক্সপ্রেস বোলারদের নিয়েই অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান। এবার তেমন কাউকে না দেখায় হতাশাই প্রকাশ করলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।
তিনি বলেন, ‘যেই বিষয়টি আমাকে ভাবাচ্ছে সেটি হচ্ছে, যখনই আমরা অস্ট্রেলিয়ায় আসি, একটি জিনিস উত্তেজনা এনে দেয়, সেটি হচ্ছে গতিময় বোলিং। এবার আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি মিডিয়াম পেসার বা স্লো মাঝারি পেসার দেখছি, সত্যিকারের কোনো গতি নেই। মানুষ আগে আসত এবং দেখত পাকিস্তানের পেস বোলাররা তীব্র গতিতে দৌঁড়াচ্ছে এবং ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। সেটাই আমি এবার দেখতে পাচ্ছি না।’