মোরগের ছবি দিয়ে মিলার, ‘ডি কক এটা কি তুমি?’

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১
শেয়ার :
মোরগের ছবি দিয়ে মিলার, ‘ডি কক এটা কি তুমি?’

ক্রিকেটের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে প্রচুর। সতীর্থদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন, সেটি নিয়েও চলে আলোচনা। এক সময় ড্রেসিংরুম বা বাইরের এসব গল্প জানার জন্য ভক্ত-সমর্থকদের নির্ভর করতে হতো গণমাধ্যমকর্মীদের ওপর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সরাসরি খুনশুটি উপভোগ করা যায়। 

ক্রিকেটভক্তরা এমনই এক খুনশুটি উপভোগ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের কল্যাণে। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপারকে নিয়ে মজা করেছেন দেশটির আরেক ক্রিকেটার ডেভিড মিলার। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মোরগের (ইংরেজিতে কক) ছবি দিয়ে মিলার লিখেছেন, ‘ডি কক, এটা কি তুমি?’


টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন ডি কক। সর্বশেষ ভারত বিশ্বকাপ দিয়ে এই সংস্করণকেও বিদায় জানিয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। শুধু টি-টোয়েন্টিতে খেললেও সর্বশেষ ভারত সিরিজে খেলেননি তিনি। দীর্ঘদিন খেলার মধ্যে না থাকলেও মিলারের কারণে ফের আলোচনায় উঠে এসেছেন ডি কক। 

মাঠ ও মাঠের বাইরে বেশ ভালো বন্ধু ডি কক ও মিলার। তবে ওয়ানডেতে আর জুটি বাঁধতে দেখা যাবে না তাদের। ওয়ানডেতে বিদায়ী টুর্নামেন্টে ডি কক ছিলেন দুর্ধর্ষ ফর্মে। ১০ ম্যাচে ৫৯.৪০ গড় ও ১০৭.০২ স্ট্রাইকরেটে করেন ৫৯৪ রান। এর মধ্যে সেঞ্চুরি করেন ৪টি, সর্বোচ্চ ইনিংস ১৭৪।