কীভাবে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী সুপার লিগ

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৮
শেয়ার :
কীভাবে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী সুপার লিগ

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপীয় সুপার লিগের ঘোষণা আসে। সে সময় এই লিগে যোগ দেয় ১২টি ক্লাব। তবে ফিফা ও উয়েফাসহ এর অঙ্গসংগঠনের বাধা ও সমর্থকদের সমালোচনার মুখে দুদিনের মধ্যেই সরে দাঁড়ায় ৯টি ক্লাব। তবে সুপার লিগের সিদ্ধান্তে অটল থাকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। 

সুপার লিগ আয়োজনের ঘোষণা দেওয়ার পর এতে সম্পৃক্ত ক্লাবগুলোর ওপর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় উয়েফা ও ফিফা। তবে নিষেধাজ্ঞা এড়াতে আদালতের দ্বারস্থ হয় সুপার লিগের পৃষ্ঠপোষক সংস্থা এ-২২ স্পোর্টস ম্যানেজমেন্ট। 

আজ বৃহস্পতিবার আসে সেই রায়। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) সেই রায়ে বলা হয়, সুপার লিগ আয়োজনের ক্ষেত্রে ফিফা ও উয়েফার বাধা দেওয়াটা বেআইনি। ফিফা ও উয়েফা এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছে বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়। 

রায় নিজেদের পক্ষে আসার পরপরই নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন এ-২২ স্পোর্টস ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বার্ন্ড রিচার্ট। তিনি জানান, ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী এই প্রতিযোগিতাটি হবে তিন স্তরে। এখানে অংশ নেবে ৬৪টি ক্লাব। আর মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে যে প্রতিযোগিতার আয়োজন করা হবে সেটি হবে ৩২ দলের। 

ছেলেদের সুপার লিগে ৬৪টি দল ভিন্ন তিনটি স্তরে খেলবে। যেখানে শীর্ষ লিগের নাম দেওয়া হয়েছে স্টার লিগ। সেখানে দুই ভাগে ভাগ হয়ে ১৬টি দল খেলবে। দ্বিতীয় স্তরের গোল্ড লিগেও একইভাই দুই ভাগে ভাগ হয়ে ১৬টি দল খেলবে। আর সর্বনিম্ন স্তর ব্লু লিগে খেলবে ৩২টি দল। তারা চার ভাগ হয়ে খেলবে। এই লিগে খেলা দলগুলো কেউই স্থায়ী হবে না। উত্তরণ ও অবনমনের নিয়ম থাকবে। 

রিচার্ট আরও জানিয়েছেন, নকআউট পর্বে ওঠার আগে প্রত্যেকটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত ৪০ কোটি ইউরো করে পাবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। উয়েফা এর অর্ধেকও দেয় না ক্লাবগুলোকে। 

সুপার লিগ দেখানোর জন্য একটি নতুন স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করার কথাও জানানো হয়েছে। যেখানে সকল ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। টুর্নামেন্টের আয় হবে বিজ্ঞাপন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও স্পনসরশিপের মাধ্যমে।