টুখেলের চোখে ‘পূর্ণাঙ্গ প্যাকেজ’ কেইন
এই মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম ছেড়ে জার্মান লিগ বুন্দেসলিগায় যোগ দেন হ্যারি কেইন। প্রথম মৌসুমেই ফর্মের তুঙ্গে ইংলিশ এই ফরোয়ার্ড। তবে তার কাজ শুধু আক্রমণভাগেই নয়, বায়ার্ন কোচ টমাস টুখেন মনে করেন, মাঠের সব জায়গায় খেলতে পারার জন্য কেইন একজন ‘পূর্ণাঙ্গ প্যাকেজ’।
চলমান মৌসুমে বুন্দেসলিগায় এরই মধ্যে ১৫ ম্যাচে ২১ গোল করেছেন কেইন। গতকাল বুধবারও ওলফসবার্গের বিপক্ষে বায়ার্নের ২-১ গোলের জয়ে জালের দেখা পেয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। যদিও বায়ার্ন কোচ টুখেল মনে করেন, কেইনের আধিপত্য শুধু গোলমুখেই নয়; দলের রক্ষণ, বল ধরে রাখা ও তার নেতৃত্বের গুণাবলির প্রশংসাও করেছেন তিনি। উল্লেখ করেছেন, সম্পূর্ণ প্যাকেজ হিসেবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুখেল বলেন, ‘যদি আপনি তার গোল এবং দ্বিতীয়ার্ধে কীভাবে খেলেছে সেটি দেখেন, তিনিই আমাদের প্রথম ডিফেন্ডার। সে যেভাবে বল ধরে রাখে, নিচে নেমে আসে, রক্ষণে ভূমিকা রাখে; তার পারফরম্যান্স ছিল শীর্ষ মানের। তার অসাধারণ ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও খেলোয়াড়; সবমিলিয়ে পূর্ণাঙ্গ একটি প্যাকেজ।’
আগের মৌসুমের দ্বিতীয় ভাগে টটেনহ্যামের হয়ে ও এই মৌসুম থেকে বায়ার্ন মিউনিখের হয়ে এই বছরে লিগ প্রতিযোগিতায় ৩৮ গোল দিয়েছেন কেইন। বিশ্বের পরিচিত সব লিগ মিলিয়েও তার গোল সবচেয়ে বেশি, ৫১টি। আর্লিং হল্যান্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও একটি বেশি।