আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ ৪ ম্যাচ নিষিদ্ধ কারেন
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে ম্যাচের আগে আম্পায়ারকে ‘ভয় দেখানোর’ অপরাধে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ইংলিশ পেসার টম কারেনকে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে কারেনের দল সিডনি সিক্সার্স।
ঘটনাটি গত ১১ ডিসেম্বরের। সিডনি ও হোবার্ট হারিকেনের ম্যাচ শুরুর আগে এটি ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের রায়ে বলেছে, ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপে রানআপ নেওয়ার অনুশীলন করছিলেন পেসার কারেন। এ সময় পিচের একটি অংশে এসে পড়েন তিনি। তবে পিচ দেখাশোনার দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার তাকে সরে যেতে বলেন। তবে তিনি সরে গেলেও উইকেটের অন্য প্রান্তে রানআপের চেষ্টা করেন।
আম্পায়ার এরপর স্টাম্পের পাশে দাঁড়ান ও কারেনকে পিচের দিকে আসতে বাধা দেন ও পিচ থেকে তাকে সরে যেতে বলেন। তবে কারেনই উল্টো আম্পায়ারকে সরে যাওয়ার ইঙ্গিত দেন।
কারেন এরপর আরেকটি অনুশীলন রানআপ নিতে যান এবং দ্রুতগতিতে তার দিকে মুখ করে থাকা আম্পায়ারের দিকে এগোতে থাকেন। বলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে এরপর আম্পায়ার নিজের ডান দিকে সরে যান।
কারেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ‘লেভেল থ্রি’ ধরনের অপরাধ করেছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয়। এই ধারায় বলা আছে ‘আম্পায়ার, ম্যাচ রেফারি, মেডিকেল ব্যক্তিত্বকে কোনো ভাষা বা আচরণের মাধ্যমে ভীতি দেখানো বা ভীতি দেখানোর প্রচেষ্টা’ করা একটি অপরাধ।
অভিযোগ অস্বীকার করে শুনানিতে অংশ নেন কারেন। সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আর শাস্তি হিসেবে স্যাম কারেনের ভাই টমকে দেওয়া হয় চারটি ‘সাসপেনশন পয়েন্ট’।