পিংকির রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনার ফারজানা হক পিংকি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরিও করলেন তিনি। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ব্যাট করতে নেমে ২২২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
পচেফমস্ট্রুমে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়েই ৪৮ রানের জুটি গড়েন শামিমা সুলতানা ও পিংকি। বেশিক্ষণ টিকতে পারেননি প্রথম ম্যাচের নায়ক মুর্শিদা খাতুন। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দারুণ লড়াই করেন পিংকি। এই জুটি থেকে আসে ৫৮ রান। ১২১ রানের মাথায় জ্যোতি ফেরেন ব্যক্তিগত ১৩ রান করে।
তবে জ্যোতি ফিরলেও লড়াই চালিয়ে যান পিংকি। চতুর্থ উইকেটে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন ফাহিমা খাতুনকে নিয়ে। পিংকি একটু রক্ষণাত্মক হলেও ফাহিমা রান তোলতে থাকেন দারুণ মেজাজে। ১৬৫ বলে নিজের শতরান পূর্ণ করেন পিংকি। ৪৮ বলে অপরাজিত ৪৬ রান করেন ফাহিমা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ বল করেন মারিজানে ক্যাপ। ৯ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ১ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন মাসাবাতা ক্লাস।