দল থেকে বিশ্রাম পাওয়ার পরদিনই পুলিশে ‘যোগ দিলেন’ শাদাব
একদিন আগেই জানানো হয়েছিল, ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানকে। আজ বুধবার জানা গেল পাকিস্তানের পাঞ্জাব পুলিশে যোগ দিয়েছেন শাদাব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাঞ্জাব পুলিশই এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা ড. উসমান আনওয়ার শাদাবকে সম্মানসূচক পদ ডেপুটি সুপারিনডেন্ট অব পুলিশ (ডিএসপি) র্যাঙ্ক দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শাদাবকে মূলত প্রাদেশিক পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বিভিন্ন বিভাগের কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করা হযয়েছে।
রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাদাবও। এই অলরাউন্ডার বলেন, ‘পাঞ্জাবের আইজির মাধ্যমে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়া একটি সম্মানের বিষয়। পাঞ্জাব পুলিশের অংশ হতে পেরে খুব খুশি আমি।’
আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ঘোষণা দিয়েছিলেন, ইনজুরিতে পড়া শাদাব নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না। ওয়াহাব বলেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি দলে শাদাব একজন গুরুত্বপূর্ণ সদস্য। দুর্ভাগ্যজনকভাবে সে আঙুলের চোটে ভুগছে। রিহ্যাবের জন্য তার অন্তত দুই সপ্তাহ লাগবে। তারপর সে বল করার পর্যায়ে যেতে পারবে।’
প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেটারদের সেদেশের পুলিশে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে পুলিশের সম্মানসূচক পদে নিয়োগ পেয়েছিলেন শাহীন আফ্রিদি ও হারিস রউফের মতো পেসাররা।