বেলজিয়ামকে দুঃসংবাদ দিলেন কুর্তোয়া

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ২১:১২
শেয়ার :
বেলজিয়ামকে দুঃসংবাদ দিলেন কুর্তোয়া

২০২৪ ইউরো শুরু হতে এখনো ছয় মাসেরও বেশি বাকি। তবে এরই মধ্যে বেলজিয়ামের মূল গোলরক্ষক থিবো কুর্তোয়া জানিয়ে দিলেন, সেই টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না তিনি। 

এ বছরের আগস্টে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অনুশীলনের সময় মারাত্মক চোটে পড়েন কুর্তোয়া। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে তার। অস্ত্রোপচারের সময় জানা যায় ২০২৪ সালের এপ্রিল মাসের আগে মাঠে ফিরতে পারছেন না এই গোলরক্ষক। তবে সেই আশাও এখন দেখছেন না কুর্তোয়া। 

বেলজিয়ামের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কুর্তোয়া বলেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথম কথা হচ্ছে, আমাকে পুরোপুরি সেরে উঠতে হবে এবং এ জন্য ফেরার কোনো তারিখ আগে থেকে ঠিক না করা ভালো হবে। আমি ভাগ্যবান হলে মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’

গোলবারের নিতে পুরো ফিট না হয়ে দাঁড়াবেন না বলেও জানালেন কুর্তোয়া, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলরক্ষক আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলের খেলার সম্মানকে এক পাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। ইউরোপিয়ান শিরোপা জেতার আশা আছে আমাদের।’

প্রসঙ্গত, ইউরো শুরু হবে আগামী বছরের ১৪ জুন। বেলজিয়াম নিজেদের ইউরো অভিযান শুরু করবে আগামী ১৭ জুন, স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘ই’ তে পড়েছে কুর্তোয়ার দেশ। স্লোভাকিয়া ছাড়াও এই গ্রুপে আছে রোমানিয়া এবং খেলবে প্লে–অফ বৈতরণী পার করে আসা দল।