খালেদের আগুনে বোলিংয়ে প্রথমবার বিসিএল চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল
দুই ইনিংসের কোনোটিতেই পূর্বাঞ্চলের সামনে দাঁড়ালে পারল না উত্তরাঞ্চল। খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে ইনিংস ও ১১২ রানের ব্যবধানে হারল আকবর আলী-মাহমুদুল হাসান জয়দের উত্তরাঞ্চল। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল পূর্বাঞ্চল।
সিলেটে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই অলআউট হয় উত্তরাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আব্দুল্লাহ আল মামুন। চারটি করে উইকেট নেন পূর্বাঞ্চলের দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।
তবে নিজেদের প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের বোলারদের হতাশ করে পূর্বাঞ্চল স্কোরবোর্ডে তোল ৩৫২ রান। মুমিনুল হকের সেঞ্চুরি (১১৭) ছাড়াও শতক ছুঁইছুঁই রান পেয়েছেন ওপেনার পারভেজ হোসাইন ইমন (৯০)।
২৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। এবারও পেসার খালেদের তোপে পড়ে তারা। তবে এবার ঝাঝ আরও বেশি। একাই খালেদ তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট। ৫০ রানের বিনিময়ে এই উইকেটগুলো শিকার করেন তিনি। তাতে ১৩২ রানেই অলআউট হয় উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে।
প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে সাতসহ ইনিংসে মোট ১১ উইকেট পেলেন খালেদ। ম্যাচ সেরাও হয়েছেন তিনিই। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সেরা বোলিং। ২ ম্যাচে ১৮ উইকেট নেওয়া খালেদ হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।