দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজব
পাকিস্তানের করাচিতে ইন্টারনেটে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরে সয়লাব। পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার ‘এক্সের’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টের স্ক্রিন শট জাল করে এ খবর ছড়ানো হয়। এতে বলা হয়, দাউদ ইব্রাহিমকে বিষপ্রয়োগ করা হয়েছিল। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখান তিনি মারা যান। তবে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল সিএনএন নিউজ-১৮কে জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বেঁচে আছেন এবং সুস্থ আছেন। খবর এনডিটিভি, নিউজ ১৮
খবরে বলা হয়েছে, যে অ্যাকাউন্ট থেকে দাউদের মৃত্যুর খবর ছড়ানো হয়েছে, ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখা গেছে সেটি ভুয়া। এদিকে শাকিল জানিয়েছে, তার মৃত্যুর খবর দেখে আমি আঁতকে উঠেছিলাম। আমি গতকালও তার সঙ্গে দেখা করেছি। তিনি বেঁচে আছেন, এবং সুস্থ আছেন। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ডিএফআরএসি এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটের অ্যাকাউন্টটির সঙ্গে কাকারের আনুষ্ঠানিক অ্যাকাউন্টের মিল নেই।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
প্রসঙ্গত, মাফিয়া ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিমকে ঘিরে কিছু দিন পরপর গুঞ্জন শুরু হয়। এর আগেও তার মৃত্যুর খবর বেরিয়েছিল।
দাউদ ইব্রাহিম ভারতের মুম্বাইয়ে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। সেখানকার ডংরি বস্তিতেই তার বেড়ে ওঠা। ভারত তাকে ১৯৯৩ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূলহোতা মনে করে। ওই হামলায় ২৫৭ জন নিহত ও ৭ শতাধিক মানুষ আহত হন। এরপরই দেশ ছাড়েন তিনি।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন