এশিয়া কাপে সাফল্য রাব্বির ৬ মাস আগের পরিকল্পনার ফসল

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ২১:১৫
শেয়ার :
এশিয়া কাপে সাফল্য রাব্বির ৬ মাস আগের পরিকল্পনার ফসল

প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সন্ধ্যার পর তারা যান মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এখানে এসে এশিয়া কাপে সাফল্যের পেছনের গল্প জানালেন দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। 

হুট করেই এশিয়া কাপে সাফল্য পায়নি বাংলাদশ। এর পেছনে আছে দীর্ঘ ছয় মাস আগের পরিকল্পনা। অধিনায়ক রাব্বির ভাষ্য, ‘দেশের জন্য ভালো কিছু করার লক্ষ্য ছিল। ছয়মাস আগে থেকে এটা আমার পরিকল্পনা ছিল।... এশিয়া কাপটা কখনো বাংলাদেশে আসেনি, তাই ছয়মাস আগে থেকে পরিকল্পনা ছিল এই কাপটা বাংলাদেশে নিয়ে আসতে পারলে অনেক বড় প্রাপ্তি হবে।’

রাব্বি ধন্যবাদ জানিয়েছেন দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। বলেন, ‘প্রথমত আমি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে খেলার চেষ্টা করেছি। আমি সর্বপ্রথম আমাদের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই। ক্রিকেটাররা অনেক ভালো খেলেছে। তারা সমর্থন না দিলে হয়তো এই সাফল্য আসতো না। ...আমাদের জন্য ভালো বিদেশি কোচ নিয়োগ করেছে বিসিবি। যেমন প্রধান কোচ স্টুয়ার্ট ল স্যার আছেন, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর স্যার আছেন। তাদের থেকে আমরা ভালো টিপস পাচ্ছি। কঠিন সময়গুলোতে আমরা মানসিকভাবে কেমন থাকব এই সাপোর্টগুলোও তারা দিয়ে থাকেন।’

আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও দারুণ কিছু করার আশা রাব্বির, ‘অবশ্যই আমরা চেষ্টা করব ভালো খেলার। আমাদের ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার; সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা যদি এই ধারাবাহিকতা রাখতে পারি, অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু নিয়ে আসতে পারব।’

বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম বড় কারণ আশিকুর রহমান শিবলির ব্যাটিং। টুর্নামেন্টে ওপেন করতে নেমে ৩৭৮ রান করেছেন খেলোয়াড়। ফাইনালে খেলেছেন ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংস। শিবলি বলেন, ‘আমার কখনো এমন কোনো মাইন্ডসেট ছিল না যে সর্বোচ্চ রান স্কোরার হব। আমার দলের যে চাওয়া সেটাই চেষ্টা করব, যা হওয়ার হবে।’