ঠাণ্ডায় উষ্ণতা দেবে সৌরশক্তিচালিত পোশাক
সারা দুনিয়ায় সৌরচালিত গাড়ি থেকে শুরু করে নানা যানবাহনের উপস্থিতি বেড়েছে। এবার সৌরশক্তিচালিত একটি পোশাকের নকশা উন্মোচন করলেন বিজ্ঞানীরা। নতুন নকশা করা পোশাক তাপমাত্রা পরিবর্তনের খোঁজ দিতে পারে। চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদদের একটি দল মাইক্রো ফাইবারভিত্তিক মেটা-ফেব্রিক তৈরি করেছেন। এই পোশাক বাহ্যিক তাপমাত্রার পরিবর্তনের জন্য শরীরের তাপমাত্রার মধ্যে সংযোগ করে তাপনিয়ন্ত্রণ করতে পারে।
সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে। মেটা-ফেব্রিকের কাপড় নকশা করে এরই মধ্যে ব্যবহারিক পরীক্ষাও চালিয়েছেন গবেষকরা। নতুন এই পোশাককে স্মার্টওয়াচের মতো ‘স্মার্ট ক্লোথ’ বলা যায়, যা নিজে থেকেই স্মার্ট আচরণ করতে পারে। বিজ্ঞানী জিইউয়ান ওয়াং জানান, এ ধরনের যন্ত্রে কম শক্তি খরচ হয়। পুরো ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণযোগ্য ও
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
তাপনিয়ন্ত্রণের জন্য ১২ ঘণ্টা সূর্যের শক্তি ধারণ করতে পারে। ঠা-া বা কম তাপমাত্রায় এই পোশাক মানুষকে উষ্ণতা দেয়। কিছু ক্ষেত্রে উষ্ণ তাপমাত্রায় মানুষকে শীতল থাকতে সাহায্য করতে পারে। -ইনডিপেনডেন্ট ডটকোডটইউকে
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল