স্বাগতিক দ. আফ্রিকার বিপক্ষে ২০০ বল হাতে রেখে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬
শেয়ার :
স্বাগতিক দ. আফ্রিকার বিপক্ষে ২০০ বল হাতে রেখে জিতল ভারত

নিজেদের মাটিতে সফরকারী ভারতের বিপক্ষে লজ্জায় পুড়ল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট করতে নেমে ১১৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ২০০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। 

জোহানেসবার্গে ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানের মাথায় ফেরেন রুতুরাজ গাইকোয়াড। তবে দ্বিতীয় উইকেটে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করেন নবাগত সাই সুধারসন ও শ্রেয়াস আইয়ার। ৮৮ রান আসে এই দুজনের জুটিতে। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে ফেরেন শ্রেয়াস। ৪৫ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। তবে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সুধারসন। ৪৩ বলে ৯ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। 

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকাই। শুরুতেই প্রোটিয়া শিবিরে তোপ দাগেন আর্শ্বদীপ সিং। নিজের প্রথম ওভারেই ফেরান রিজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডাসেনকে। এরপর টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে আবারও আঘাত হানেন আর্শ্বদীপ। ফেরান জর্জিকে। এরপর তার সঙ্গে আক্রমণ শুরু করেন আরেক পেসার আবেশ খান। এই দুজনের তোপে পড়েই ২৭ ওভার ৩ বলে শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে আটে নামা ব্যাটার এন্ডিল ফেলুকায়োর ব্যাট থেকে। 

ম্যাচে সর্বমোট ৫ উইকেট শিকার করেন আর্শ্বদীপ। ১০ ওভারে ৩৭ রান খরচায় এই ৫ উইকেট নেন তিনি। আরেক পাশে আবেশ খান নেন ৪ উইকেট। ৮ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ২৭ রান দেন তিনি। বাকি উইকেটটি নেন স্পিনার কুলদীপ যাদব।