মুর্শিদার রেকর্ডের ম্যাচে বাংলাদেশের ইতিহাস গড়া সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৫
শেয়ার :
মুর্শিদার রেকর্ডের ম্যাচে বাংলাদেশের ইতিহাস গড়া সংগ্রহ

দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী দল। মুর্শিদা খাতুনের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে টাইগ্রেসরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ মুর্শিদার। প্রথম ইনিংসে তিনি থেমেছেন ৯১ রানে। এর আগে সর্বোচ্চ ৭৪ ছিল শারমিন আক্তারের। একই দিনে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরও পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২২ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে করা ৭ উইকেটে ২৩৪ রানই ছিল সর্বোচ্চ।

আজ শনিবার ইস্ট লন্ডনের বাফালো পার্কে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ১৪.২ ওভারে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন শামীমা সুলতানা ও ফারজানা হক। অবশেষে এলিজ-মারি মার্ক্সের বলে আউট হওয়া শামীমা ৪৮ বলে ৫টি চারে ৩৪ রানে মাঠ ছাড়েন। এরপর দলীয় ১১০ রানের মাথায় ব্যক্তিগত ৩৫ রানে বিদায় নেন ফারজানা।

এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন। নিগার ৩৮ রানে আউট হলেও শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত থাকেন মুর্শিদা। বাঁহাতি এই ব্যাটার ১০০ বলে ১২টি চারে ৯১ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া স্বর্ণ আক্তার ২৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

প্রোটিয়া বোলারদের মধ্যে মার্ক্স, নোনকুলুলেকো এমলাবা ও ডেলমি টাকার একটি করে উইকেট পান।