আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন
বাংলাদেশ দলকে এক সময় বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন টাইগারদের সার্ভিস দেওয়া এই তারকা নানা চরাই উৎরাই পেরিয়ে এখন ক্রিকেটে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। গত ভারত বিশ্বকাপের সময় আশরাফুল বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশও করেছিলেন।
এ মাসেই আবার মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে চুক্তি শেষ হচ্ছে। তাই আশরাফুলের নাম বাববার সামনে আসছে।
বিষয়টি নিয়ে আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন যে কেউই তাদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারবে।
পাপন বলেন, 'দেখেন, আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব (প্রোপোজ) করবে। উনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।'
এদিকে কবে নাগাদ নতুন নির্বাচকের নাম প্রকাশিত হবে এমন প্রশ্নের জবাবে পাপন বললেন, 'আমাদের চিন্তাভাবনা ৭ (জানুয়ারি) তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবো। যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিনদিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।'