বেলিংহ্যামের ভাইয়ের দিকেও নজর রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৪
শেয়ার :
বেলিংহ্যামের ভাইয়ের দিকেও নজর রিয়ালের

চলতি মৌসুমেই জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে জুডে বেলিংহ্যামকে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথম মৌসুমেই নিজেকে রিয়ালের প্রধান অস্ত্রে পরিণত করেন এই ইংলিশ তারকা। কার্লো আনচেলত্তির অধীনে আগুনে ফর্মে আছেন তিনি। বেলিংহ্যাম যেন রিয়ালের ‘সোনার ডিম পারা হাঁস’। 

শোনা যাচ্ছে, এবার জুডে বেলিংহ্যামের ছোট ভাই জোবে বেলিংহ্যামের ওপরও নজর রাখছে রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে দেশটির দ্বিতীয় স্তরের ফুটবল লিগে খেলেন জোবে। সেখানে তুখোর ফর্মে আছেন তিনি। তাই তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে রিয়াল। 

স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, জোবের ওপর তীক্ষ্ণ নজর রাখছে রিয়াল। এরই মধ্যে এই মৌসুমে সান্ডারল্যান্ডের হয়ে ২১ ম্যাচে ৪ গোল করেছেন তিনি। তাছাড়া জুডের খেলার ধরনের সঙ্গেও বেশ মিল আছে ভাই জোবের। তার ওপর, বড় ভাইয়ের চেয়ে জোবের উচ্চতাও ৫ সেন্টিমিটার বেশি। তাকে রিয়াল তারকার চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ খেলোয়াড় বলেই প্রতিবেদন করেছে স্পোর্ট। 

এই মৌসুমে ডর্টমুন্ড থেকে ৮৮ মিলয়ন পাউন্ড বা ১১০ মিলিয়ন ডলারে রিয়াল মাদ্রিদে যোগ দেন জুডে বেলিংহ্যাম। মূলত মিডফিল্ডার হলেও এখনো পর্যন্ত দলটির হয়ে ১৯ ম্যাচে করে ফেলেছেন ১৬ গোল। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় তাকে। আশা করা হচ্ছে, বড় ভাইয়ের মতো ছোট ভাইও সাফল্যের একই রেখায় হাঁটতে পারবেন। 

দুই ভাই-ই বেড়ে উঠেছেন বার্মিংহাম সিটির একাডেমিতে। ২০২০ সালে বার্মিংহাম ছেড়ে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। ক্লাবের প্রতি তার অবদানের কথা স্মরণ করে বার্মিংহাম বেলিংহ্যামের ২২ নম্বর জার্সিকে অবসরে পাঠায়।