বেনজেমার বড় ভুলে ক্লাব বিশ্বকাপ থেকে আল-ইত্তিহাদের বিদায়
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মিশরের ক্লাব আল-আহলির বিপক্ষে মাঠে নেমেছিল করিম বেনজেমার দল আল-ইত্তিহাদ। তবে আল-আহলির বিপক্ষে ৩-১ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল সৌদি চ্যাম্পিয়নরা।
আল-ইত্তিহাদের এমন হারের দিনে বড় একটি ভুল করে বসেন করিম বেনজেমা। প্রথমে আল-আহলি ১-০ গোলে এগিয়ে থাকলেও আল-ইত্তিহাদের সামনে সুযোগ ছিল গোল শোধ দেওয়ার। তবে প্রথমার্ধে পেনাল্টি মিস করে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন বেনজেমা।
গতকাল শুক্রবার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ২১ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় আল-আহলি। গোল করে দলকে এগিয়ে নেন আলি মালঔল। ৪১তম মিনিটে গোল শোধের সুযোগ আসলেও সেটি বেনজেমার ভুলে হারায় আল-ইত্তিহাদ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-আহলি।
৫৪ মিনিটে দারুণ একটি আক্রমণ করলেও গোল পায়নি আল-ইত্তিহাদ। আর ৫ মিনিট যেতে উল্টো গোল খেয়ে বসে করিম বেনজেমার দল। মিশরের চ্যাম্পিয়নদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এল শাহাত। ৬২তম মিনিটে আবারও ভুল করে ইত্তিহাদের এক খেলোয়াড়। এবার গোল করেন আশহুর।
৯০তম মিনিটে আল-ইত্তিহাদের এক খেলোয়াড়ের মুখে কনুই দিয়ে আঘাত করেন আল-আহলির অ্যান্থনি মডেস্ট। তাকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। যোগ করা সময়ে গোল করে জয়ের ব্যবধানই শুধু কমান বেনজেমা।
সেমিফাইনালে আল-আহলির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আরেক সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ উরাওয়া রেডস।