নাসিম কি প্রভাব খাটিয়ে দুই ভাইকে দলে নিয়েছেন?
হুনাইন শাহ ও উবাইদ শাহ ক্রিকেটজগতে পরিচিত কোনো নাম নয়। তবে এই দুজনকে ‘ইমার্জিং’ বা উদীয়মান ক্যাটাগরিতে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দলে টেনেছে ইসলামাবাদ ইউনাইটেড। তবে এই দুজন এখন পরিচিত পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহর ভাই হওয়ার কারণে। নাসিমও খেলেন ইসলামাবাদের হয়ে। গুঞ্জন উঠেছে নিজের প্রভাব খাটিয়ে দুই ভাইকে দলে ঢুকিয়েছেন নাসিম।
হুনাইনের বয়স ১৯ বছর। বিগত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। ১৭ বছর বয়সী উবাইদও বয়সভিত্তিক দলে ভালো করছেন। পাকিস্তানের হয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দারুণ খেলছেন তিনি।
দুই ভাইকে নিজের প্রভাব খাটিয়ে দলে টেনেছেন, এমন গুঞ্জন প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমি প্রধান নির্বাচক না। তাই আমার পক্ষে দলে ভাইদের নেওয়ার সুযোগ নেই।’ কঠোর পরিশ্রম করেই তার ভাইরা নিজেদের জায়গা করে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
অবশ্য, ইসলামাবাদ দলে নাসিমও নতুন। এই মাসের শুরুতেই কোয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে ইসলামাবাদে যোগ দেন নাসিম। কাঁধের চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি এই পেসার। তবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি। ইসলামাবাদের হয়েও নতুন মৌসুমে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই পেসার।