স্বপ্নপূরণের ৩ অস্ত্র
স্বপ্নপূরণের ক্ষেত্রে তিনটি বিষয়ে সময় দিন। বাকিটা নিজেই হবে?
লক্ষ্য দক্ষতায়
কোনো বিশেষ কাজে যদি আপনার দক্ষতা থাকে, তা হলে সেই বিষয়ে বেশি সময় দেওয়ার অর্থই বেশি প্রতিদান পাওয়া।
আমাদের প্রত্যেকেরই এমন কিছু জায়গা থাকে, যেখানে আমাদের নিরন্তর লড়াই চালাতে হয়, আমাদের অদক্ষতার সঙ্গে। অনেকেরই পড়াশোনা করতে ভালো লাগে নাÑ বিরক্ত লাগে? কিন্তু পর্যাপ্ত সময় দিলে ফলাফল ঠিকই আসবে। সমস্যা হলো আমাদের মধ্যে অধিকাংশ মানুষই পড়াশোনার মতো করে জীবনটাকে নিয়েছেন। টানা সেই সব কাজ করে যাওয়া। যা করতে আমরা মোটেই ভালোবাসি না। আপনি সব অপছন্দের কাজকেই এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু জীবনের বেশিরভাগ সময়ই সেই কাজে ব্যয় করা উচিত, যা করলে নিজের বিশেষ উদ্দেশ্য সাধিত হয়।
কখনো ‘কঠোর পরিশ্রম’-এ বিশ্বাস রাখবেন না? কঠোর পরিশ্রম আসলে ভালো জিনিস নয়? ভুল কাজে পণ্ডশ্রম করার চেয়ে কিছু না করাও ভালো।
অনুমতি নয়!
আরও পড়ুন:
বিলিয়নিয়ার দুই সহোদরের গল্প
আপানর নিজের স্বপ্নপূরণ কেউ এসে করে দেবে না। ধরুন, আপনি আপনার ভবিষ্যতের পেশা ঠিক করে ফেলেছেন। যা দিয়ে আপনি আপনার স্বপ্নপূরণ করতে পারবেন বলে আশা করছেন। বেশিরভাগ ক্ষেত্রে সেই পথটাই হলো ‘চাকরি’ করা!
চাকরিতে স্বপ্নপূরণ হবে কেন? এজন্য তো কোম্পানি আপনাকে টাকা দিতে পারে না। আপনার চাকরি থেকে কারও যদি লক্ষ্যপূরণের ই"েছ থাকে, তা হলে তা আপনার কোম্পানির। এমন কারোর কথা ভাবুন, যিনি প্রকৃত অর্থে সফল। তিনি কি ওই সাফল্যের জায়গায় পৌঁছতে গিয়ে ওই পদে আবেদন করে বিশেষ কোনো ইন্টারভিউ দিয়েছেন? নাকি তারা চেনা ছকের বাইরে বেরিয়ে নতুন কিছু করার কথা ভেবেছেন? নতুন রাস্তায় হেঁটেছেন?
আপনি যদি সংগীতশিল্পী হিসাবে সফল হতে চান, তা হলে রেকর্ড লেভেল কোম্পানিরা আপনার খোঁজ পেলেন কি না, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ লোকে আপনাকে চিনল কি না। লেখক হতে চান? ব্লগ লিখুন, নিজে ছাপান। উদ্যোক্তা হতে চান? একাট ব্যবসা শুরু করুন। যদি মনে হয় আপনি কোনো কাজে ভালো তা হলে তার পেছনে সময় দিন। কিš' কারোর কাছ থেকে সেই কাজের পরামর্শ কিংবা অনুমতি পাওয়ার চেষ্টা করবেন না।
প্রয়োজন অসামাজিকতা
নিজের লক্ষ্যে এগোতে গেলে, বাধা আসবেই? আর বিচ্যুত হতে হবে নিজের লক্ষ্য থেকে। আমরা অনেকবারই জীবনের আসল লক্ষ্যে পৌঁছে উঠতে পারি না, কারণ আমরা এক জায়গায় পাক খেয়ে যাই? অন্য কেউ আমাদের সেই পাক খেতে বাধ্য করেছিল বলেই।
আরও পড়ুন:
চাকরি আছে
সামনে এগিয়ে যেতে এবং বাঁচার জন্য আপনার দরকার অসামাজিকতার মুখোশ! ‘না’ বলতে পারার শক্তি! জীবনের সবকিছু, যা আপনাকে স্বপ্নপূরণের থেকে দূরে ঠেলে দিতে পারে, তাকে ‘না’ বলতে শিখুন?
আরও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা