বিলিয়নিয়ার দুই সহোদরের গল্প
পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারদের তালিকায় রয়েছেন দুই ভাই জন কলিসন এবং প্যাট্রিক কলিসন। প্র?থমে জেনে নিই এই আইরিশ ভ্রাতৃদ্বয় সম্পর্কে। ১৯৯০ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করা জন কলিসন বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ স্বপ্রতিষ্ঠিত বিলিয়নিয়ার। তার সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, যিনি সর্বাধিক নম্বর পেয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং হার্ভার্ডে পড়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তিনি হার্ভার্ডে পড়তে আসেন, আর আসার আগেই জন মিলিয়নিয়ার হয়ে গিয়েছিলেন তার অনলাইনে লেনদেন প্রক্রিয়া সহজতর করার সেবার জন্য। পরে জন হার্ভার্ডে পড়াশোনা শেষ না করেই তার ভাইকে নিয়ে সিলিকন ভ্যালিতে পাড়ি জমান এবং ২০১০ সালে তাদের স্বপ্নের প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইপের সূচনা করেন। বয়স ২৬-এর কোঠায় আসতে না আসতে তিনি সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নেন।
প্যাট্রিক, জনের বড় ভাই এবং স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তিনি তার ভাইয়ের মতোই দক্ষ, নম্র এবং কোম্পানির সাফল্যের সমান অংশীদার। বর্তমানে লেনদেন প্রক্রিয়ার সেবাকে বিভিন্ন অনলাইন ব্যবসার জন্য আরও কার্যকরী করতে তিনি নির্বাহী পরিচালকের পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভাইয়ের সমপরিমাণ সম্পদ নিয়ে তিনিও তরুণ বিলিয়নিয়ারদের তালিকায় নাম লেখান। তার সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার।
আরও পড়ুন:
চাকরি আছে
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘স্ট্রাইপ’ নামের একটি প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেন এই দুই ভাই। পরে ২০১০ সালে তারা স্ট্রাইপ প্রতিষ্ঠা করেন, যখন তাদের বয়স সদ্য বিশ পার করেছে বা করবে। তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট পেমেন্ট গ্রহণের পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। তাদের সফটওয়্যার ওয়েবসাইট ও অ্যাপসে যুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট কার্ড ও ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারে। লিফট এবং ফেসবুকের মতো অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের কাছ থেকে এই সুবিধা নিচ্ছে। আমেরিকায় সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন শুরুর আগেই তারা ইবে-তে লেনদেন প্রক্রিয়া সহজতর করার জন্য কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীকালে তারা সফলভাবে স্ট্রাইপ প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে এই কোম্পানির বাজারমূল্য ছিল প্রায় ৫ বিলিয়ন ডলার এবং ২০১৬ সালে তা বেড়ে হয় ৯.২ বিলিয়ন ডলার। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তাদের এই কোম্পানির মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। স্ট্রাইপের আরও দুজন বড় বিনিয়োগকারী হচ্ছে এলন মাস্ক এবং পিটার থিয়েল।
আরও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা
- গ্রন্থনা : জামিউর রহমান
আরও পড়ুন:
স্বপ্নপূরণের ৩ অস্ত্র