সিডনিতে প্রবাসীদের সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস

প্রবাস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৩
শেয়ার :
সিডনিতে প্রবাসীদের সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া জুড়ে ক্রিকেটের উন্মাদনা বাড়িয়ে দিতে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট। এ বছরের শুরুতে এই প্লাটফর্মে যুক্ত হয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এবার হলেন জাতীয় দলের আরেক চেনা মুখ ইমরুল কায়েস। সিডনিতে তাকে ঘটা করে বরণ করে নিলেন আয়োজকরা, দিলেন লাল গালিচা সংবর্ধনা।

গত রোববার সন্ধ্যায় সিডনির মাঠে বাংলাদেশের হয়ে খেলছেন ইমরুল কায়েস। খেলা শেষে হাজির হলেন সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার গ্রামীণ রেস্তোরায়। সেদিন সন্ধ্যায় এ আয়োজনটি করে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের নিউ সাউথ ওয়ালেস রাজ্যের আয়োজক কমিটি।

ইমরুলের উপস্থিতি মুগ্ধ করে অপেক্ষমাণ সুধীদের। শুরুতেই ইমরুলের জন্য বিছিয়ে দেওয়া হয় রেড কার্পেট। প্রধান অতিথি ইমরুলের পাশে আসন গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাবিনা সুলতানা। ইমরুল কায়েসকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার।

তারপর শুরু হয় বড় পর্দায় প্লাটফর্মটির ওপর বিশেষ প্রতিবেদন। এ সময় ভিডিও বার্তায় ইমরুল কায়েস ও এই কমিউনিটি ক্রিকেটের কার্যক্রমকে অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় দলের কোচ সালাহউদ্দিন, ক্রিকেটার জুনায়য়েদ সিদ্দিকী, শরিফুল ইসলাম, শরিফুল্লাাহ, মো. রবিন, সিনিয়র স্পোর্টস সাংবাদিক আপন তারিক, গীতিকার ও লেখক অনুরূপ আইচ ও ফখরুল ইসলামসহ আরও অনেকে। 

ইমরুল কায়েস বলেন, ‘অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এতো আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমাকে সন্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ক্রিকেটের সঙ্গে আছি সবসময়।’

 নির্জন মোশাররফ বলেন, ‘বিশ্ব আসরে ক্রিকেট যে উন্মাদনা নিয়ে এসেছে আমরাও তার অংশীদার হতে চাই। তাই প্রয়াস চলছে অস্ট্রেলিয়া জুড়ে তৃণমূল ক্রিকেটে রঙ লাগাতে। আপনাদের শুভ কামনা এই আয়োজনকে সমৃদ্ধ করতে পারে। যেনো ক্রিকেটার তৈরির নেপথ্যে ভূমিকা রাখতে পারে। সেইসঙ্গে তৈরি হতে পারে অস্ট্রেলিয়া জুড়ে বাংলা ক্রিকেটের নতুন উপাখ্যান।’  

অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের এনএসডব্লিউ শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ফাইজুর রেজা ইমন, লিটন বাউল, ডাক্তার ইকবাল হোসেন , ডাক্তার সাজেদুর রহমান শাওন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান শিপলু, দিদার হোসেন, জাকির আলম লেলিন, মুহায়মান খান মিশু, তাসবির হাসান অর্ক, তিশা তানিয়া, নাজিয়া মাহমুদ, মৌসুমী সাহা, মৌসুমী মন্ডল, শিকদার আহমেদ, ইফতি ওয়াসেতসহ আরও অনেকে।