টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের উন্নতি

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬
শেয়ার :
টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জিতলেও মিরপুরে হেরে সিরিজ ড্র করে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও বল হাতে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ সফল। আজ বুধবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়েও দেখা গেল তার প্রতিফলন। উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসানের। 

মিরপুর টেস্টে আশা জাগিয়েও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচে প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নেন পেসার শরিফুল। সবচেয়ে বড় লাফ দিয়েছে তিনিই। ৯ ধাপ এগিয়ে আছেন ৫৮তম স্থানে।

৫ ধাপ এগিয়েছেন প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া নাইম। বর্তমানে ২৩ বছর বয়সী এই অফ স্পিনার আছেন ৪৪তম স্থানে। দুই ধাপ এগিয়ে মিরাজের অবস্থান ২১ নম্বরে। এদিকে ম্যাচে ৫ উইকেট পেলেও আগের মতো ১৪তম স্থানেই আছেন তাইজুল। 

টেস্টের জয়ী দল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে আছেন ৩৩তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। ব্যাটারদের মধ্যে গ্লেন ফিলিপস দিয়েছেন বিশাল লাফ। ৫৯ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন তিনি। এদিকে, টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি কেন উইলিয়ামসনই আছেন শীর্ষে। বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন আশ্বিন। অলরাউন্ডারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।