ডিফেন্ডার রামোসের গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫
শেয়ার :
ডিফেন্ডার রামোসের গোলের রেকর্ড

বর্তমানে সেভিয়াতে খেলা সার্জিও রামোসের কাজ মূলত গোল ঠেকানো। তবে গুরুত্বপূর্ণ সময়ে গোল দিতেও জুড়ি নেই তার। দীর্ঘদিন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গোল এনে দিয়েছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে ক্লাবটির হয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার ৯২.৪৮ মিনিটের সেই গোল চোখে লেগে থাকার কথা ফুটবলপ্রেমীদের। এবার চ্যাম্পিয়ন্স লিগেই গড়লেন গোলের রেকর্ড। 

গতকাল মঙ্গলবার লেন্সের মাঠে ২-১ গোলে হেরে যায় সেভিয়া। তবে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি আসে ৩৭ বছর বয়সী রামোসের পা থেকে। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১৭তম গোল। টুর্নামেন্টের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে এত গোল করতে পারেননি আর কেউ।

রামোস তার এই ১৭ গোলের মধ্যে ১৫টিই করেছেন রিয়ালে খেলার সময়। ক্লাবটির হয়ে ১২৯ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্টও করেছেন তিনি। সেভিয়ার হয়ে ৬১ ম্যাচে করেছেন ২ গোল। মাঠে পিএসজিতে ৮ ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি এই ডিফেন্ডার। 

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ডিফেন্ডারদের মধ্যে সেরা পাঁচে থাকা বাকি চারজন হলেন, রিয়াল মাদ্রিদের আরও দুই কিংবদন্তি ডিফেন্ডার- রবার্তো কার্লোস ও ইভান হেলেগুয়েরা। তালিকার বাকি ২ জন হলেন বার্সেলোনার সাবেক দুই খেলোয়াড় জেরার্ড পিকে ও রোনাল্ড কোম্যান।

১২৮ ম্যাচ খেলে ২ গোল করেছেন পিকে। এর মধ্যে বার্সেলোনার হয়ে ১৪টি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২টি গোল করেন এই ডিফেন্ডার। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রবার্তো কার্লোসেরও গোলসংখ্যা ১৬টি। রিয়ালের জার্সিতেই সবগুলো গোল করেছেন কার্লোস। ইভান হেলেগুয়েরাও তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ১৫টি গোল রিয়ালের জার্সি গায়েই করেছেন। ১৩ গোল আছে কোম্যানের।