এমপি ফারুকের কার্যালয়ের ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার
রাজশাহীর নিউ মার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিন (৬১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ‘থিম ওমর প্লাজা’ ও তার রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নয়নাল উদ্দিন রাজশাহীর কাটাখালি শ্যামপুর এলাকার বাসিন্দা। তার মানিব্যাগে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তার পরিচয় জানা যায়।
থিম ওমর প্লাজার কর্মচারী ও স্থানীয়রা জানান, নিউ মার্কেট এলাকায় সংসদ সদস্য ওমর ফারুকের মালিকানাধীন শপিং সেন্টার ‘থিম ওমর প্লাজা’ সংলগ্ন তার রাজনৈতিক কার্যালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক। প্রতিদিনই বিকেলের পর থেকে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় হয় এই এখানে। অনেক রাত পর্যন্ত থাকে লোকজন। ‘থিম ওমর প্লাজা’র ভেতর থেকে এখানে প্রবেশের একটি গেট আছে এবং সংসদ সদস্যের কার্যালয়ের সামনে রয়েছে একটি বড় গেট। মূলত সংসদ সদস্য ওমর ফরুক চৌধুরী থাকাকালে এখানে নেতাকর্মীর ভিড় থাকে। অন্য সময় এখানকার গেটটি বন্ধ থাকে। এই কার্যালয় সংলগ্ন ম্যানহোলে আজ সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেন সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। যে স্থানে মরদেহ পড়ে ছিল ওই এলাকাটি গ্রিল দিয়ে ঘেরা। সাধারণ মানুষের ওই এলাকায় প্রবেশের সুযোগ নেই।
এ বিষয়ে ফারুক চৌধুরী এমপি বলেন, ‘ম্যানহোল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারাই তদন্ত করে দেখছে ঘটনাটি।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিলুর ইসলাম জানান, ‘নয়নাল উদ্দিন সাদামাটা মানুষ ছিলেন। তবে কীভাবে ম্যানহোলে মরদেহ গেল তা উদঘাটনে কাজ চলছে। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’