যুদ্ধের মাঝে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিল পুমার

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩
শেয়ার :
যুদ্ধের মাঝে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিল পুমার

ইসরায়েল জাতীয় ফুটবল দলের সঙ্গে ২০২৪ সালে স্পন্সরশিপ চুক্তি বাতিল করতে যাচ্ছে পুমা। এমনটি নিশ্চিত করেছেন জার্মানির বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মুখপাত্র।

এই পরিকল্পনাটি গত বছরই ঠিক হয়ে ছিল। তবে চলমান ইসলায়েল-ফিলিস্তিন যুদ্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে আজ মঙ্গলবার জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

এর আগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সঙ্গে পুমার সম্পর্ক থাকায় সংস্থাটির ওপর মুসলিম বিশ্ব থেকে বয়কটের ডাক আসে। যেখানে গাজায় ইসরায়েলি বাহিনীর দুই মাসের বেশি সময় ধরে হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্সকে পুমার মুখপাত্র জানান, ২০২৪ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সার্বিয়া ও ইসরায়েলের সঙ্গে চুক্তি শেষ করতে হচ্ছে এবং এই চুক্তি বাড়ানো হবে না।