তাসকিনকে দলে নিতে পারে কলকাতা
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসছে। এতে লিগের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্সের দিকে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে। যেখানে কেকেআর কর্তৃপক্ষ বেশ কয়েক জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে। জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার।
এর আগে দুবারের আইপিএল চ্যাম্পিয়নেরা এবার ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। নিলাম থেকে চার জন বিদেশি-সহ ১২ ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
গৌতম গম্ভীর দলের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন । তার মাধ্যমে এবার ফাস্ট বোলিং আক্রমণ সম্পূর্ণ পাল্টে ফেলতে চাইছে কলকাতা। যেখানে টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদব, শার্দূল ঠাকুরের মতো ফাস্ট বোলারদের নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছে।
একটি সূত্রের খবর, আট জন ক্রিকেটারের দিকে নজর রয়েছে কলকাতার। নিলামে তাদের দলে নেওয়ার চেষ্টা করা হবে। তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ততটা পরিচিত নন, এমন বিদেশি ক্রিকেটারও আছেন কলকাতার নজরে। এই তালিকায় আছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদও।
সাকিব আল হাসান এবং লিটন দাসকে ছেড়ে দিলেও বাংলাদেশের তাসকিন আহমেদকে দলে নিতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য বিশ্বকাপের অনেক ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হয়েছিল তাসকিনকে। অ্যালান ডোনাল্ডের প্রিয় ছাত্র আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত। ভারতীয় উপমহাদেশের উইকেটে যথেষ্ট কার্যকরী। তাই বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলারের জন্য নিলামে ভাল দর হাঁকতে পারে কেকেআর।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল স্টার্কের জন্য ঝাঁপাতে পারে কেকেআর। অজি পেস বোলারের ব্যাটের হাতও খারাপ নয়। বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন। দেশের হয়ে খেলাকে গুরুত্ব দেওয়ার জন্য গত কয়েক বছর আইপিএল খেলেননি অভিজ্ঞ ক্রিকেটার। এবার তিনি নিলামে নাম লিখিয়েছেন।