দেশে বিলাসবহুল গাড়ি আমদানি বেড়েছে

আব্দুল্লাহ কাফি
১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
দেশে বিলাসবহুল গাড়ি আমদানি বেড়েছে


দেশে বিলাসবহুল ব্যক্তিগত রিকন্ডিশনড গাড়ির চাহিদা বাড়ছে। তবে ডলার সংকটে এলসি খুলতে না পারায় চাহিদার তুলনায় আমদানি কম হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে ১০ হাজার ১৩৭টি। শুধু নভেম্বরেই হয়েছে ২ হাজার ৫৭৪টি এবং অক্টোবরে হয়েছিল ১ হাজার ৫৬৭টি। 

রিকন্ডিশনড ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি মো. হাবিব উল্লাহ ডন আমাদের সময়কে বলেন, করোনা ও যুদ্ধের ফলে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দায় হু হু করে ডলারের দাম বাড়ে এবং গাড়ির চাহিদা কমে যায়। তবে এসব সংকট কাটিয়ে বর্তমানে দেশে গাড়ির অনেক চাহিদা আছে। কিন্তু চাহিদা অনুযায়ী এলসি খোলা যাচ্ছে না। গেল কয়েক বছরে অর্থনৈতিক সংকটের কারণে চাহিদা কম থাকায় আমদানি কমে যায়। এর ফলে এ খাতের ব্যবসায়ীরা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। তারা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। 

বারভিডা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের শুরু জুলাইয়ে ২ হাজার ১৯৩টি গাড়ি আমদানি হলেও পরের তিন মাস আমদানি কম হয়। আগস্টে আমদানি হয় ২ হাজার ১১টি, সেপ্টেম্বরে ১ হাজার ৭৯২টি ও অক্টোবরে হয় ১ হাজার ৫৬৭টি। আবার নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৪টিতে। তবে ২০২২-২৩ অর্থবছরের শেষ ৬ মাস আমদানি কমে উল্লেখযোগ্য পরিমাণে।

ওই ৬ মাসে আমদানি হয় ৮ হাজার ১৬৭টি। জানুয়ারিতে আমদানি হয় মাত্র ৩২৯টি, ফেব্রুয়ারিতে ৪০৭টি। এরপর থেকে আমদানি বাড়তে থাকে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে মোট গাড়ি আমদানি হয়েছে ১৯ হাজার ৮০৩টি। তার আগের অর্থবছর ২০২১-২২-এ আমদানি হয়েছে ২২ হাজার ১৫৪টি, ২০২০-২১ অর্থবছরে আমদানি হয়েছে ১৪ হাজার ৪৩৮টি, ২০১৯-২ অর্থবছরে আমদানি হয়েছে ১৩ হাজার ২৫৮টি।