অস্ট্রেলিয়ার মাঠে অ্যালকোহলমুক্ত ‘পাকিস্তান বে’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া। আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থ স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম ম্যাচ। সেই উপলক্ষে দারুণ একটি পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মাঠে পাকিস্তানি দর্শকদের ঘরোয়া, অনন্য এক পরিবেশ দিতে চলেছে দেশটির ক্রিকেট।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ড্রেসিংরুমের দুই পাশে দেশটির সমর্থকদের জন্য সংরক্ষিত দুইটি গ্যালারি রাখা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘পাকিস্তান বে’। দেশটির দর্শকরা যাতে একসঙ্গে আসতে পারে এবং নিজ দলের প্রতি যাতে তারা স্বতঃস্ফূর্ত আবেগ প্রকাশ করতে পারে সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা। এই জায়গাকে অ্যালকোহলমুক্তও রাখা হচ্ছে, যাতে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে খেলা দেখার পরিবেশ থাকে।
জাতীয় চেতনা বাড়ানোর লক্ষ্যে মাঠের বিশেষ এই জায়গায় খেলা দেখতে আসা সমর্থকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পাকিস্তানি সমর্থকরা চা, হালাল খাবার ও দেশি খাবারের সুবিধা পাবেন। পাকিস্তানের ক্রিকেটার হাসান আলী ও সাইম আইয়ুব ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত একটি হাঁটা কর্মসূচিতে পাকিস্তানি সমর্থকদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
টিকেটের ক্ষেত্রেও পাকিস্তানিদের জন্য বিশাল মূল্যছাড়ের ব্যবস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া চার বছরের নিচের শিশুরা স্টেডিয়ামে কোনো টিকেট ছাড়াই ঢুকতে পারবে। আর ৪ থেকে ১৫ বছরের ভক্তদের জন্য টিকেটের মূল্য থাকবে তিনভাগের একভাগ।
এর আগে গত নভেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, পার্থে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ‘দ্য ওয়েস্ট টেস্ট’ হিসেবে পরিচিত হবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডাব্লিউএসিএ) দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া স্টেডিয়ামে আসা ভক্ত-দর্শকদের একটি নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে।