ইতিহাস গড়ে আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৪
শেয়ার :
ইতিহাস গড়ে আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদা

আইসিসির নভেম্বর ২০২৩ মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পুরস্কারটি জিতে ইতিহাস গড়লেন বাঁহাতি এই স্পিনার। কেননা বাংলাদেশের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে অ্যাওয়ার্ডটি জিতলেন নাহিদা।

জাতীয় দলের সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবালকে হটিয়ে মাসসেরা নির্বাচিত হয়েছেন নাহিদা। এ নিয়ে তিনি বলেন, ‘মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। আইসিসি নারী মাসসেরা ক্রিকেটার পুরস্কার জেতা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।

তিনি আরো বলেন,‘আমরা সাম্প্রতিক মাসগুলিতে অসাধারণ ক্রিকেট খেলেছি এবং আমরা একটি দল হিসাবে যে সাফল্যের স্বাদ পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমি খুব খুশি। আমাকে অবশ্যই আমার অধিনায়ক, কোচ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে, যে তারা সবসময় আমার ওপর বিশ্বাস করেছে এবং এটি আমাকে ভালো প্রতিপক্ষের বিপক্ষে আমার স্বাভাবিক খেলা খেলতে এবং চাপের মধ্যে পারফর্ম করতে সাহায্য করেছে।’

মূলত নভেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মনোনয়ন পেয়েছিলেন তিনজন। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। ওয়ানডেতেও একই ব্যবধানে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

এই সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নাহিদা। ওয়ানডেতে নভেম্বরে যা সর্বোচ্চ উইকেট। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৬২ রান করেছেন পিংকি। তিন ওয়ানডেতে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। একই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট পান পাকিস্তানের সাদিয়া।