অবসরে পেলের ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮
শেয়ার :
অবসরে পেলের ১০ নম্বর জার্সি

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস নিজেদের ১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমন পড়ল। এই ক্লাবে এসময় খেলেছেন ফুটবল সম্রাট পেলে এবং নেইমার জুনিয়র। পেলে তো তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই এখানে খেলেছেন। এবার ক্লাবটি ব্রাজিলিয়ান লিগ সিরিআ থেকে নেমে সিরি-বি তে চলে গেছে।

তবে অবনমনের পর সান্তোস ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ পর্যায়ে উঠে আসার আগ পর্যন্ত কিংবদন্তি পেলের পরা বিখ্যাত ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে তারা। গত  শনিবার সান্তোসের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর মার্সেলো তেক্সেইরা জানান, ক্লাবের সবচেয়ে বড় তারকা পেলেকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সান্তোস নিজেদের মান অনুযায়ী সিরিআ’তে ফেরার আগ পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি নিয়ে খেলব না। এই বছর ব্রাজিলিয়ান লিগের নামকরণ করা হয়েছে রাজা পেলের নামে। আমরা এই মিশন চালিয়ে যাব। আমরা আবার শীর্ষ লিগে ফিরে আসব। কিন্তু সেই পর্যন্ত এই গৌরবময় জার্সিটি আমরা আর পরব না।’

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে শারীরিক নানা জটিলতায় ভুগে গত বছরের ২৯ ডিসেম্বর মারা যান। যেখানে এই বছরের ব্রাজিলিয়ান লিগের প্রতিটি ম্যাচের দশম মিনিটে পেলেকে স্মরণ করা হয়েছে।