নিউজিল্যান্ড সিরিজের আগে রহস্যময় পোস্ট দিয়ে কী বুঝালেন নাসুম
প্রতিবেশী ভারতের মাঠে আয়োজিত বিশ্বকাপে প্রত্যাশার কাছেও ঘেষতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থ সেই মিশন শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের ক্রিকেট টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। তবে বিশ্বকাপের পর আবারও সাদা বলের ক্রিকেটে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে অনুষ্ঠেয় সেই সিরিজে দল ঘোষণার পর এরই মধ্যে দেশটির উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ দল।
সাদা বলের এই ক্রিকেটের এই দলে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তবে সেই সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়ে আলোচনায় তিনি। গতকাল শনিবার রাতে রহস্যময় সেই পোস্ট দেন নাসুম।
পোস্টটি রহস্যময় হলেও তার সারমর্ম বের করে ফেলেছেন ক্রিকেটভক্তরা। সেই পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শিগগিরই একটি মাইলফলক পূর্ণ হতে চলেছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচের ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট নিয়েছেন নাসুম। ১৫০ উইকেটের মাইলফলক ছুঁতে তার এখনো দরকার ১৬ উইকেট। এদিকে টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৩৪ উইকেট দরকার এই বাঁহাতি স্পিনারের। সেখানে উইকেটের অর্ধশত পূরণ করতে নাসুমের দরকার ১৬ উইকেট।
নাসুমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। বর্তমানে তিনি আলোচনায় অবশ্য আরও একটি কারণে।
দেশের একটি বেসরকারি টিভিতে কয়েকদিন আগে প্রতিবেদন করা হয়েছিল, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি চড় মেরেছিলেন নাসুমকে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, নাসুমের চড় মারার বিষয়টি জানতে পেরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাকি কলকাতায় গিয়ে হেড কোচকে শাসিয়েছেন।
তবে এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি বস। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট হারার পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে পাপন এমনটি জানান। বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে।’