দুই বছর পর উইন্ডিজ দলে রাসেল

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩
শেয়ার :
দুই বছর পর উইন্ডিজ দলে রাসেল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্দ্রে রাসেলকে দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখা হয়েছে। তিনি সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

ঘোষিত এই দলে অধিনায়ক যথারীতি রোভম্যান পাওয়েল। আর ওয়ানডে অধিনায়ক শেই হোপকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

শেরফেন রাদারফোর্ডও লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এই সংস্করণে ক্যারিবীয়দের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২০ সালের জানুয়ারিতে। এছাড়া নিকোলাস পুরান ও জেসন হোল্ডারও এই দলে ফিরেছেন। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিকেও ফেরানো হয়েছে।

দলের নতুন মুখ ম্যাথু ফোর্ড। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অভিষেক হয়েছিল জাতীয় দলে।

আগামী বুধবার ৫ ম্যাচের এই সিরিজ শুরু হবে। যেখানে ৩ ম্যাচ পর প্রয়োজন মনে করলে স্কোয়াডে পরিবর্তন আনা হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।