গরুর র‍্যাম্প শো

ব্যতিক্রমী আয়োজন

শাহ্ মোঃ ইলিয়াস লেলিন, বগুড়া
১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
গরুর র‍্যাম্প শো

চারদিকে আলোর ঝলকানি আর তুমুল যন্ত্রসংগীত। চলছে র‍্যাম্প শো। তবে মানুষের নয়, গরুর। উত্তরের ১৬ জেলার খামারিদের নিয়ে গরুর এই র‌্যাম্প শোর আয়োজন বসে বগুড়ায়। গত শুক্রবার স্থানীয় মমইন ইকো পার্কে র‌্যাম্প শো ও ২ দিনব্যাপী গরু মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনন্য জাতের গরুগুলো সঠিক দামে বিক্রি করতে খামারিরা নিজেদের পালিত গরু নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা গরু মেলার আয়োজন করেছে। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার। মেলায় ২১৬ স্টলে ৪৫০টি বিভিন্ন জাতের ও আকারের গরু প্রদর্শিত হচ্ছে। গতকাল শনিবার মেলা ঘুরে দেখা যায় বিভিন্ন স্টলে গরু ছাড়াও মহিষ, ছাগল, দুম্বা, টাইগার মুরগি ও ম্যাকাও পাখি প্রদর্শিত হতে। এ ছাড়া আরসিসি, নর্থবেঙ্গল গ্রে, শাহিওয়াল, ফ্রিজিয়ান, রাজস্থানী জাতের ষাঁড়ও স্টলগুলোতে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও থেকে মেলায় অংশ নিয়েছেন এসএস এগ্রোর স্বত্বাধিকারী শাকিব। তিনি মূলত নিলিরাভি, পাকরা ও এলভিনো মহিষ লালন-পালন করেন। তিনি আমাদের সময়কে বলেন, পালন করা মহিষ একেকটি আট লাখ টাকা হলে বিক্রি করব। পাশাপাশি নিলিরাভি জাতের মহিষের দাম চাওয়া হচ্ছে ৬ লাখ টাকা। এলভিনো জাতের মহিষ ৬ লাখ হলে ছাড়বেন তিনি। মেলায় আমেরিকা থেকে সংগ্রহ করা ব্রাহমা জাতের একটি ষাঁড় তুলেছেন ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাত। ষাঁড়টির মূল্য চাওয়া হচ্ছে ৫০ লাখ টাকা।

উত্তরবঙ্গে গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ আমাদের সময়কে জানান, মূলত খামারিদের এক প্ল্যাটফরমে দাঁড় করাতেই এই মেলা। আর ব্যতিক্রম জাতের বিভিন্ন গরুকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য র‌্যাম্প শোর আয়োজন।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন আমাদের সময়কে বলেন, এর আগে রাজধানীতে এ ধরনের মেলার আয়োজন করা হলেও তৃণমূল পর্যায়ে খামারিদের উৎসাহিত করতে এবার উত্তরাঞ্চলভিত্তিক মেলার আয়োজন করা হয়েছে।